ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেন্টমার্টিন থেকে ১২ লাখ ইয়াবাসহ বিদেশি অস্ত্র উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৮ জানুয়ারি ২০২২   আপডেট: ২৩:০০, ১৮ জানুয়ারি ২০২২
সেন্টমার্টিন থেকে ১২ লাখ ইয়াবাসহ বিদেশি অস্ত্র উদ্ধার 

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সাগর থেকে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ভারি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার নাঈমুল হক।

তিনি জানান, দুপুরে টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের বঙ্গোপসাগরের দুই নটিক্যাল মাইল দূরে একটি ফিশিং বোট তল্লাশি করে এসব ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

এসময় ৩০ রাউন্ড গোলাসহ দুই ম্যাগাজিন ও ৩১টি বিদেশি অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করা হয়। 

তিনি আরও জানান, এদিন বেলা ২টার দিকে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য ট্রলারটিকে থামতে সংকেত দেয়। কিন্তু তারা না থেমে কোস্ট গার্ডের বোটটে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি করলে ওই ট্রলার থেকে মাদক পাচারকারীরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। তারা সাঁতরে মিয়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা ওই ট্রলারটি তল্লাশি করে এসব ইয়াবা ও ভারি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। 

ইয়াবা ও আগ্নেয়াস্ত্র টেকনাফ মডেল থানায় হস্তান্তরে প্রক্রিয়াধীন রয়েছে।

তারেকুর রহমান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়