ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যাত্রীবাহী বাস থেকে ৬০০ কেজি জাটকা জব্দ 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ১৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:৩৩, ১৯ জানুয়ারি ২০২২
যাত্রীবাহী বাস থেকে ৬০০ কেজি জাটকা জব্দ 

কুয়াকাটা-বেনাপোলগামী যাত্রীবাহী দুটি বাসে অভিযান চালিয়ে ৬০০ কেজি জাটকা ইলিশ উদ্ধার করেছে ঝালকাঠি জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় ভ্রম্যমাণ আদালত পরিচালনা করে ছয় জনকে অর্থদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে শহরের পেট্রোলপাম্প মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযানে নেতৃত্ব দেন।

বশির গাজী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি শহরের পেট্রোলপাম্প মোড় এলাকায় আমরা কুয়াকাটা থেকে বেনাপোলগামী যাত্রীবাহী 'কুয়াকাটা এক্সপ্রেস' ও 'সেভেন স্টার’ বাসে অভিযান পরিচালনা করি। এ সময় ৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ হয়। পরে ভ্রম্যমাণ আদালত বসিয়ে মাছ নিয়ে যাওয়ার অভিযোগে ৬ জনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।

অলোক/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়