ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দল থেকে বহিষ্কার করেছে, কর্মী হয়ে কাজ করবো’

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১৬:০৩, ১৯ জানুয়ারি ২০২২
‘দল থেকে বহিষ্কার করেছে, কর্মী হয়ে কাজ করবো’

দল পরিবর্তন করবেন না এমনকি অন্য কোন দলেও যোগ দেবেন না বলে জানিয়েছেন সদ‌্য জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত অ‌্যাড. তৈমূর আলম খন্দকার।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর মাসদাইর এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

তৈমূর আলম বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএম’র বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জনগণের অধিকার নিয়ে রাজনীতি করে যাবো। 

তিনি বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে; আপনারা কেউ ইভিএম মেনে নেবেন না। এটা ভোট ডাকাতের বাক্স।

বহিষ্কার প্রসঙ্গে তৈমূর বলেন, আমি মনে করি রাজনীতি করতে গেলে একটা দল থাকতে হয়। পদ-পদবি দরকার হয় না। আমার প্রতি দলের এই সিদ্ধান্ত কেউ আমাকে টেলিফোনে বা চিঠিতে জানায়নি। তবে আমি দলের সিদ্ধান্ত মেনে নিলাম। আমাকে পদ থেকে বহিষ্কার করেছে, কর্মী থেকে তো করেনি। পদ থেকে বহিষ্কার করলেও দলের কর্মী-সমর্থক হিসেবে কাজ করে যাবো। আমি খেটে খাওয়া মানুষের পক্ষে থাকবো। অন্য কোন প্লাটফর্মে যাবো না। 

দলের এই সিদ্ধান্তে কারো প্রতি কোন ক্ষোভ নেই বলেও জানান তৈমূর আলম খন্দকার।

আরও পড়ুন: তৈমূরকে বহিষ্কার করলো বিএনপি

রাকিব/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়