ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ জানুয়ারি ২০২২  
ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শাবি শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। এসময় ২৭ জন শিক্ষার্থী স্বেচ্ছায় অনশনে বসেন।

অনশনে বসা শিক্ষার্থী জাহিদুল ইসলাম অপূর্ব বলেন, এ ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাব। এর আগে শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সে সময় শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার নামের এক শিক্ষার্থী বুধবার দুপুর ১২টার মধ্যে ভিসির স্বেচ্ছায় পদত্যাগেরে আল্টিমেটাম দেন। পদত্যাগ না করলে আমরণ অনশন কর্মসূচী ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, বেগম সিরাজুন্নেছা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্টের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে আন্দোলন শুরু হয়। সেখানে প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে।

নূর/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়