ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ২৯ জন 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২০ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:৩৬, ২০ জানুয়ারি ২০২২
টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ২৯ জন 

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ জন। তবে এ সময় এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. আবুল ফজল জানান, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় করোনা শনাক্ত হয় ২৯ জনের শরীরে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৬০ শতাংশ। তবে ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি। 

তিনি আরো জানান, ২০২০ সালে দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত টাঙ্গাইলে ১৭ হাজার ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৬০ জন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬২৬ জন।

সিভিল সার্জন জানান, টাঙ্গাইলে কম সংখ্যক মানুষ করোনার পরীক্ষা করাচ্ছেন। করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়