ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হিলিতে দেশি পেঁয়াজের কেজি ২৪ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৯, ২০ জানুয়ারি ২০২২  
হিলিতে দেশি পেঁয়াজের কেজি ২৪ টাকা

চার দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে আবারও দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৪ টাকা। ২৮ টাকার পেঁয়াজ এখন পাইকারি বাজারে ২৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ব্যবসায়ীরা এসব পেঁয়াজ বিক্রি করছেন ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে হিলি পেঁয়াজের বাজার ঘুরে দেখা গেছে, চারদিন আগেও পাইকারি বাজারে দেশি পেঁয়াজের কেজি ছিল ২৮ টাকা, তা খুচরা বাজারে বিক্রি হয়েছে ৩০ টাকা দরে। তবে বৃহস্পতিবার পেঁয়াজের দাম কমে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৪ টাকা কেজি দরে। সেই পেঁয়াজ ব্যবসায়ীরা খুচরা বাজারে এনে ২৫ থেকে ২৬ টাকা কেজিতে বিক্রি করছেন সাধারন ক্রেতাদের কাছে।

এদিকে হিলি বন্দরে ভালো মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজিতে। আর খারাপ মানের ভারতীর পেঁয়াজ বাজারে পাইকারি হচ্ছে ২২ টাকা কেজি দরে।

হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ রাইজিংবিডিকে বলেন, ‘পাইকারি বাজার থেকে ২৪ টাকায় পেঁয়াজ কিনে এখন তা বিক্রি করছি ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে। বর্তমান দেশি পেঁয়াজের দাম কম হওয়ায় ভারতীয় পেঁয়াজের তেমন কোনো চাহিদা নেই।‘

হিলি বাজারের পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ‘দেশে এবার প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। ফলে দামও কম। যার কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা তেমন নেই।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়