ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গভীর রাতে শীতার্তদের পাশে পুলিশ

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২০ জানুয়ারি ২০২২  
গভীর রাতে শীতার্তদের পাশে পুলিশ

ফরিদপুরে শীতের তীব্রতা বাড়ায় ছিন্নমূল মানুষের মধ্যে রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন ফরিদপুর জেলা পুলিশের সদস্যরা।
 
বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায় পুলিশ সদস্যদের। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. জামাল পাশা।

জামাল পাশা বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশে আমরা প্রত্যেকটি থানায় অসহায় মানুষদের খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করছি। ইতোমধ্যে জেলার সাতটি থানার প্রত্যান্ত এলাকায় শীতবস্ত্র দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে অন্য থানা এলাকাগুলোতে বসবাসকারী অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হবে।’

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ‘গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। যে কারণে আমরা জেলা শহরসহ ৯টি থানার বিভিন্ন স্থানে রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে কম্বল পৌঁছে দিচ্ছি। জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত আমরা প্রায় ১ হাজার ৫০০ কম্বল বিতরণ করেছি। প্রয়োজনে আরো করা হবে।’

ফরিদপুর জেলা পুলিশের মানবিক কর্মকাণ্ডের বিষয়ে জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পুলিশকে আমরা মানবিক হিসাবেই দেখতে চাই। জেলা পুলিশের এই কাজগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে।’  

উজ্জল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়