ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে শীত

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২১ জানুয়ারি ২০২২   আপডেট: ১৮:২৬, ২১ জানুয়ারি ২০২২
আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে শীত

আগামী সপ্তাহের শুরুতেই দেশের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে শীতের তীব্রতা বাড়তে পারে।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন রাইজিংবিডিকে এসব তথ‌্য জানান।

তিনি বলেন, ‘মৃদু শৈত্যপ্রবাহটি দূরীভূত হয়েছে। আগামী ২ দিন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুতেই রোববার ও সোমবার (২৩ ও ২৪ জানুয়ারি) দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে শীতের মাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।’

তোফাজ্জাল হোসেন বলেন, ‘দিনাজপুরে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৭ ডিগ্রী সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছিতে (নওগাঁয়) ৯.৯ ডিগ্রী সেলসিয়াস।’

মোসলেম/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়