ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বাসে ঢাকা যাচ্ছিলো ১৪ মণ জাটকা ইলিশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ২৩ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:০৩, ২৩ জানুয়ারি ২০২২
বাসে ঢাকা যাচ্ছিলো ১৪ মণ জাটকা ইলিশ

পটুয়াখালীর মহিপুরে ঢাকাগামী আনান ও চাকলাদার নামের দুটি গণপরিবহন থেকে ১৪ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড। 

শনিবার (২২ জানুয়ারি) রাতে শেখ জামাল সেতুর টোল পয়েন্ট থেকে এসব জাটকা আটক করা হয়। তবে এ সময় জাটকা সংশ্লিষ্ট কাউকেই আটক করতে পারেনি কোস্টগার্ড। 

পরে রাতেই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে এসব জাটকা গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। 

কোস্টগার্ড জানায়, প্রায়ই ঢাকাগামী গণপরিবহনে অবৈধভাবে জাটকা সরবরাহ হচ্ছে। রাতে আটক করা জাটকা স্কেল দিয়ে পরিমাপ করা হয়েছে। এসব মাছ ১০ ইঞ্চিরও ছোট। 

নিজামুর কোস্টগার্ডের কন্টিজেন্টাল কমান্ডার হুমায়ুন কাজী বলেন, জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে। জাটকা নিধন কারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ইমরান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়