ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বানিয়াচংয়ে মেছো বিড়ালের ৩ ছানা উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২১, ২৪ জানুয়ারি ২০২২  
বানিয়াচংয়ে মেছো বিড়ালের ৩ ছানা উদ্ধার

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে মেছো বিড়ালের ৩ ছানা উদ্ধার করা হয়েছে।

রবিবার রাতে বানিয়াচং থানা পুলিশ এবং হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহায়তায় উদ্ধারকৃত ছানাগুলো মেছো বিড়াল মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এর আগে দুপুরে যাত্রাপাশা গ্রামের দেবু ভট্টাচার্য্যরে পরিত্যক্ত ঘর থেকে ওই ছানাগুলো উদ্ধার হয়। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসাইন তাৎক্ষণিক হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করেন।

হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, আটক হওয়া ছানা তাদের মা ও বাবাকে খুঁজে পাওয়ার জন্য যাত্রাপাশার গ্রামের নির্জন একটি ঝোপে রাখা হয়েছে।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, মেছো বিড়ালের ছানাগুলোকে ঝোপে রাখা হয়েছে। ছানার কন্ঠ শুনে মা মেছো বিড়াল ফিরিয়ে নিয়ে যাবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, মেছো বিড়াল পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজন। এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান তিনি।

মামুন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়