ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে সংক্রমণ ৩৯ শতাংশ ছাড়ালো 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৪ জানুয়ারি ২০২২   আপডেট: ১৪:০৭, ২৪ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে সংক্রমণ ৩৯ শতাংশ ছাড়ালো 

চট্টগ্রাম মহানগরী ও জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার ৩৯ শতাংশ ছাড়িয়ে গেছে। 

২৪ ঘন্টায় ২৪৭৫টি নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে সংক্রমণের হার ৩৯ দশমিক ৯৫ শতাংশ। তবে এই সময়ে করোনায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি।  

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৬টি পিসিআর ল্যাবে এই ২৪৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে ৬৭৭ জন মহানগরী এলাকার ও ৩১২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। 

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ১১২ জন। করোনায় মোট মৃত্যুবরণ করেছে ১ হাজার ৩৪৩ জন। 

রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়