ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ছিনতাইয়ে বাধা দেওয়ায় অটোচালককে হত্যা, গ্রেপ্তার ৪

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৫ জানুয়ারি ২০২২  
ছিনতাইয়ে বাধা দেওয়ায় অটোচালককে হত্যা, গ্রেপ্তার ৪

ময়মনসিংহের নান্দাইলে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোশারফ হোসেন (২৪) নামে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়। ওই ঘটনায় সম্পৃক্ততা থাকার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।

সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার নান্দাইল উপজেলার মো. শাহ জালাল সিকদার (২৫), মো.শান্ত মণ্ডল (২০), মো. আশরাফুল ইসলাম ওরফে মানিক (২৫), মো. মনির উদ্দিন (২৬)। 

অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, গত বছরের ২ নভেম্বর নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন মোশারফ। রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা বাজারে গ্রেপ্তারকৃত চারজন রোগী নেওয়া লাগবে বলে ৩০০ টাকায় মোশারফের অটোরিকশা ভাড়া নেন। আসামিরা মোশারফকে নিয়ে নান্দাইলের নধী হাজীপুর আমের মোরাটি বাজার এলাকায় যায়। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে মোশারফকে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোশারফের মৃত্যু হয়।

এ ঘটনায় গত বছরের ৫ নভেম্বর নিহতের বাবা মো. সুলতান উদ্দিন সুলতু মিয়া বাদী হয়ে নাম না জানা আসামিদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় হত্যা মামলা করেন। পরে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। তদন্ত শুরুর পর চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

মিলন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়