‘হাতি মেশিনের’ নিচে চাপা পড়ে কিশোর নিহত
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কুষ্টিয়ার ভেড়ামারায় স্যালো ইঞ্জিনচালিত স্থানীয় একটি গাড়ি (হাতি মেশিন) নিচে চাপা পড়ে শিমুল (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা-আল্লারদর্গা সড়কের সাতবাড়িয়ার সোনার মুড়ি ফ্যাক্টারির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিমুল ভেড়ামারা উপজেলার কাজিহাটা দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুপুরে স্যালো ইঞ্জিনচালিত ধান-ভুট্টা-গম ভাঙ্গানোর একটি গাড়ি (হাতি মেশিন) উল্টে যায়। এ সময় গাড়িটির নিচে চাপা পড়ে শিমুল ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কাঞ্চন/ মাসুদ
আরো পড়ুন