ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঘন কুয়াশা: হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:৪২, ২৬ জানুয়ারি ২০২২
ঘন কুয়াশা: হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরসহ উত্তরের কয়েকটি জেলা। এতে সড়কে দিনের বেলাও যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। 

দিনাজপুরে সকালে তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রী সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রী সেলসিয়াস। 

বুধবার ( ২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি বলেন, বুধবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রী সেলসিয়াস।

তিনি আরও বলেন, রংপুরে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ১২.০, নওগাঁয় ১২.৭, চুয়াডাঙ্গায় ১৫.০, রাজশাহীতে ১৫.২, শ্রীমঙ্গলে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

মোসলেম/সুমি  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়