ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

১০ হাজার টাকা দিচ্ছি, পারলে আমাকে অ্যারেস্ট করুক: জাফর ইকবাল

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ২৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:৪০, ২৬ জানুয়ারি ২০২২
১০ হাজার টাকা দিচ্ছি, পারলে আমাকে অ্যারেস্ট করুক: জাফর ইকবাল

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. মুহম্মদ জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে সহায়তা করায় ৫ সাবেক শিক্ষার্থী আটক হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনে সহায়তা করা কোনো অপরাধ নয়।’

বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক অনশনরত শিক্ষার্থীদের দেখতে এসে আন্দোলনকারী সব শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাফর ইকবাল বলেন, ‘আমি জেনেছি খাবার এবং চিকিৎসার জন্য ফান্ডে টাকা দেওয়ায় আমার সাবেক পাঁচ শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়েছে। ’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর একটা স্মারকগ্রন্থে আমার কাছে একটা লেখা চেয়েছিল। সেই লেখাটার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ১০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়েছে। আমি এই সম্মানীর টাকাটা নিয়ে এসেছি। এই আন্দোলনের ফান্ডে এই টাকাটা দিচ্ছি। তোমরা রাখো। এবার পারলে আমাকে অ্যারেস্ট করুক।’

এরপর মুহম্মদ জাফর ইকবাল আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

পড়ুন
অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জাফর ইকবালের আশ্বাসে অনশন ভাঙছেন শিক্ষার্থীরা

/নূর/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়