শপিং ব্যাগে মিললো নবজাতকের মরদেহ
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:৩৪, ২৬ জানুয়ারি ২০২২
আপডেট: ১৪:৪৪, ২৬ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর বটতলা মহল্লায় বেইলি ব্রিজের পাশের একটি ক্ষেতে শপিং ব্যাগের মধ্যে পাওয়া গেছে এক দিন বয়সী নবজাতকের মরদেহ।
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে নবজাতকের মরদেহ পাওয়া যায়।
সিরাজগঞ্জ শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘জানপুর বটতলা মহল্লায় বেইলি ব্রিজের উত্তরপাশের একটি অনাবাদি ক্ষেতের মধ্যে শপিং ব্যাগে নবজাতকের মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।’
রাসেল/মাহি
আরো পড়ুন