ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চলছিল বিয়ের আয়োজন, হাজির ইউএনও

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৬ জানুয়ারি ২০২২  
চলছিল বিয়ের আয়োজন, হাজির ইউএনও

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। 

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন ইউএনও মোছা. তাছলিমা আকতার। 

তাছলিমা আক্তার বলেন, গোপন সংবাদে জানতে পারি ৮ম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ের বিয়ের আয়োজন চলছিল। বুধবার বিকালে বিয়ের দিন ধার্য ছিল। 

তিনি বলেন, ওই বাড়িতে উপস্থিত হয়ে তার জন্ম নিবন্ধন দেখতে চাই। সনদে দেখি কাটাকাটি করে ভুয়া তারিখ লেখা। পরবর্তীতে পিইসি সার্টিফিকেট যাচাই করে দেখি প্রকৃত জন্ম তারিখ ১৪ সেপ্টেম্বর ২০০৬। যেহেতু ওই মেয়ের বিয়ের বয়স হয়নি সে কারণে এই বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

ইউএনও আরও বলেন, ওই মেয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে তার বাবাকে বলা হয়েছে। 

উজ্জ্বল/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়