ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মানিকগঞ্জে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৮ জানুয়ারি ২০২২  
মানিকগঞ্জে করোনা শনাক্তের হার ৫০ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনার প্রাপ্ত রিপোর্টে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ৫০ দশমিক ৮১ শতাংশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক‌্যাল অফিসার ডাক্তার কনক মাশরাফি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৮৫টি নমুনার প্রাপ্ত ফলাফলে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৩৭ জন, শিবালয় উপজেলায় ১৬ জন, হরিরামপুর উপজেলায় ১২ জন, দৌলতপুর উপজেলায় ১০, সিংগাইর উপজেলায় ৯ জন, সাটুরিয়া উপজেলায় ৭ জন ও ঘিওর উপজেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৭ জন। 

এর মধ্যে ৮ হাজার ১২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিরা বিভিন্ন হাসপাতালে ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

/চন্দন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়