ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সাময়িক বন্ধ ঘোষণা 

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২৮ জানুয়ারি ২০২২  
বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স সাময়িক বন্ধ ঘোষণা 

করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স দুই সপ্তাহের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হেদায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স বন্ধ থাকবে বলে জানা গেছে।

এ কে এম হেদায়েতুল ইসলাম জানান, গোপালগঞ্জসহ দেশে করোনা সংক্রমণ বেড়েছে। এ কারণে প্রশাসন দুই সপ্তাহের জন্য সমাধিসৌধ কমপ্লেক্স সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ সময় দর্শনার্থীরা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তবে নিরাপত্তাসহ সামাধিসৌধের কাজ চলমান থাকবে। 

কমপ্লেক্সের কিউরেটর মো. নুরুল ইসলাম বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাধিসৌধে দর্শনার্থীদের সমাগম থাকে। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে ২৮ জানুয়ারি থেকে কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে আবার খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।   

এ দিকে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় ৭৫ জন, মুকসুদপুর উপজেলায় ১৯, কোটালীপাড়া উপজেলায় ৮, কাশিয়ানী উপজেলায় ৮ ও টুঙ্গিপাড়া উপজেলায় ৫ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৬১৭ জন। এর মধ্যে ৯৯৭৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন। 
 

বাদল/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়