ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সড়কে প্রাণ গেল সমাজসেবা কর্মকর্তাসহ ২ জনের

ফরিদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩২, ২৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১০:৩৪, ২৯ জানুয়ারি ২০২২
সড়কে প্রাণ গেল সমাজসেবা কর্মকর্তাসহ ২ জনের

ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ভাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনসহ (৪৫) দুইজন নিহত হয়েছেন। 

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপর ব্যক্তি হলেন বিদেশ ফেরত মির্জা মো. ওয়াহিদুজ্জামান (৪০)।

নিহত আনোয়ার হোসেনের বাড়ি জেলা শহরের পশ্চিম খাবাসপুরে। তিনি মৃত ইউনুস মিয়ার ছেলে। ওহিদুজ্জামানের বাড়ি ভাঙ্গা উপজেলার নোয়াপাড়া এলাকায়। তার পিতার নাম আব্দুর রশিদ।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির আলম জানান, সন্ধ্যায় ফরিদপুরগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো- ট-২২-৩০৫০) ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদি বাসস্ট্যান্ডে অ্যাপাচি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সাইকেলটির চালক আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী ওয়াহিদুজ্জামান। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে
রাত সোয়া ৯টার দিকে ওয়াহিদুজ্জামানের মৃত্যু হয়।

 ভাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘নিহত আনোয়ার তার মার সঙ্গে দেখা করতে ফরিদপুর যাচ্ছিলেন।’

উজ্জল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়