ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নতুন জ্যাকেট পেয়ে খুশি ২০০ শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২২  
নতুন জ্যাকেট পেয়ে খুশি ২০০ শিক্ষার্থী

নীলফামারীর ডোমার উপজেলার কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীদের মধ্যে জ্যাকেট বিতরণ করেছে ৮৯ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

সোমবার (৭ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে এভারগ্রীন ৮৯/৯১ এর অর্থায়নে এই শীতবস্ত্র শিক্ষার্থীদের হাতে তুলে দেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। এ সময় এলাকার ৩০০ অসহায় দরিদ্র মানুষদের মধ্যে ৩০০ কম্বলও বিতরণ করা হয়। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু দুলু বর্মনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি এনামুল হক চৌধুরী, সম্পাদক আমিনুল ইসলাম বাবু, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য,  ৮৯ এসএসসি ব্যাচের ডোমার সমন্বয়ক শরিফুল ইসলাম মানিক, সদস্য আফসানা ইয়াছমিন আশা, তরিকুল ইসলাম শিমুল, আবুল কালাম আজাদ, মারুফা স্মৃতি, জাহাঙ্গির আলম, তহিদুল হক প্রমুখ ।

কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সুমন রায় ও তৃতীয় শ্রেণির মহাদেব রায় বলেন, আমাদের কোনো নতুন জ্যাকেট ছিল না। পুরাতন সয়েটার পড়তে ভালো লাগতো না। আজ নতুন জ্যাকেট পেয়ে খুব ভালো লাগছে।

ইয়াছিন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়