ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১০ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ২২:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২২
চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামের বাসিন্দা মো. রাজুর স্ত্রী তাছলিমা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় আলট্রাসনোগ্রাফি প্রতিবেদনে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক রয়েছে জানিয়ে নরমাল ডেলিভারির আশ্বস্ত করা হয়। পরে রোগীর অবস্থার অবনতি হলে সিজারের অনুরোধ করলেও চিকিৎসক জান্নাতুল ফেরদৌস রুনা তা না করে সময়ক্ষেপণ করেন। দু’দিন পর আজ সকালে রোগীর অপারেশন করে জানানো হয় নবজাতক মারা গেছে।

এছাড়া, চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, ‘অবহেলায় নবজাতকের মৃত্যু হয়েছে কি না, খতিয়ে দেখা হবে। এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

লিটন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়