ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হবিগঞ্জে ১৬টি পাখি অবমুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ২১:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২২
হবিগঞ্জে ১৬টি পাখি অবমুক্ত

হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে উদ্ধারকৃত ১৬টি পাখি অবমুক্ত করা হয়েছে। পরে পাখি শিকারের কাছ থেকে উদ্ধার হওয়া ফাঁদ ও খাঁচা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী পাখিগুলো অবমুক্ত করেন।

তিনি বলেন, পাখি পরিবেশের বন্ধু। পাখি রক্ষায় সবাই মিলে কাজ করে যেতে হবে। কাউকে পাখি শিকার করতে দেওয়া যাবে না। পাখি রক্ষায় অভিযান চলমান থাকবে।

এর আগে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে শিকারিদের কাছ থেকে ১০টি ঘুঘু, ৩টি শালিক ও ৩টি ডাহুক পাখি উদ্ধার করা হয়।

মামুন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়