ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১৫:৫০, ২০ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে ‘আনসার মৌলিক প্রশিক্ষণ ৩য় ধাপ’-এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। ১০ সপ্তাহ মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শেষে তারা ওই সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

রোববার সকাল ৯ টায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুরো রহমান শামীম। 

কুচকাওয়াজে অংশ নিতে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে প্যারেড কন্টিনজেন্ট, প্যারেড অ্যাডজুটেন্ট, কোম্পানি কমান্ডার, প্যারেড কমান্ডার, ব্যাটালিয়ন কমান্ডার ও পতাকাবাহী কন্টিনজেন্ট। একাডেমির কমান্ড্যান্ট ও বিশেষ অতিথির পর অশ্বারোহী দল। তাদের মধ্যে হতে শ্রেষ্ঠ ৩জন প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। 

প্রধান অতিথি মেজর জেনারেল মিজানুরো রহমান প্রশিক্ষণার্থী সাধারণ আনসার সদস্যদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি প্রতিটি ক্ষেত্রে এ বাহিনীর সদস্যরা সবসময়ই কর্মদক্ষতা ও সফলতার পরিচয় দিয়ে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে বিস্তৃত এ বাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে প্রশংসনীয় অবদান রাখছে।’ 

তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন, বিভিন্ন ধর্মীয় উৎসব, বর্ষবরণ অনুষ্ঠান, বাণিজ্য মেলা, বই মেলা, রেল স্টেশন ও কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং মহানগরী এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে অঙ্গীভূত আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমানে ৪৯২টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) নিরাপত্তায় প্রায় ৮ হাজার সশস্ত্র অঙ্গীভূত আনসার দায়িত্ব পালন করছে। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা- বিমান বন্দর, সমুদ্র বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, জাতীয় সংসদ ভবন, মেট্রোরেল, পদ্মা বহুমুখী সেতু, হোটেল, মোটেল, ইপিজেডসহ গুরুত্বপূর্ণ সাড়ে ৪ হাজারেরও অধিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রায় ৫৪ হাজার অঙ্গীভূত আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে।’ 

কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. সামছুল আলম, বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি’র কমান্ড্যান্ট উপ-মহাপরিচালক এ কে এম জিয়াউল আলমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়