ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেনীতে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২২  
ফেনীতে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন

ফেনীতে মাদক মামলার ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো, কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠানগড় ইউনিয়নের শামসু জাহান, ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের মোহাম্মদ উল্লাহ ও ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়াটার এলাকার মো. নুরুল্লাহ। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক জানান, এ মামলার ৬ জনের মধ্যে ৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। 

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এনামুল হক বলেন, ২০১১ সালের ১৬ অক্টোবর খদ্দর পোট্টি শহিদ কামাল উদ্দিন সড়কের সৌদিয়া মার্কেটে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ট্রান্সফোর্স অভিযান চালায়। এ সময় একটি দোকান থেকে মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিন ফেনী  মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই অহিদুল ইসলাম তালুকদার বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ৩ জনকে আসামি করে ২০১২ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ২২ নভেম্বর তৎকালীন অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ হারুনুর রশিদ চার্জ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

সৌরভ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়