ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাতছড়িতে অজগর সাপ অবমুক্ত

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৫, ১ মার্চ ২০২২  
সাতছড়িতে অজগর সাপ অবমুক্ত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে সাপটি অবমুক্ত করেন হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী। এর আগে সকালে অজগরটি জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকা থেকে উদ্ধার করা হয়।

বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, অজগর সাপটির বয়স ৬ মাস হবে। অবমুক্ত করায় সাপটি নতুন জীবন পেয়েছে। বন্যপ্রাণী রক্ষায় একযোগে কাজ করে যাওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। 

সাপটি অবমুক্তকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী, সাতছড়ি বন্যপ্রাণী বিটের ফরেস্টার মো. মাজহারুল ইসলাম চৌধুরী, পাখি প্রেমিক সোসাইটির সভাপতি মো. মোজাহিদুর রহমান মসি প্রমুখ। 
 

মামুন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়