ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বান্দরবানে কোনো সন্ত্রাসীকে থাকতে দেওয়া হবে না: পুলিশ সুপার 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ৬ মার্চ ২০২২   আপডেট: ১৬:১৮, ৬ মার্চ ২০২২
বান্দরবানে কোনো সন্ত্রাসীকে থাকতে দেওয়া হবে না: পুলিশ সুপার 

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বেলেছেন, ‘কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে বান্দরবানে থাকতে দেওয়া হবে না। সন্ত্রাসীদের কোনো কার্যক্রম কেউ পছন্দ করে না, কোন সন্ত্রাসী দল পার্বত্য এলাকায় বেশিদিন স্থায়ীভাবে ঠিকে থাকতে পারবে না।’

রোববার (৬ মার্চ) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। 
জেরিন আখতার বলেন, ‘সন্ত্রাসীদের কয়েকটি দল পার্বত্য এলাকার বিভিন্নস্থানে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডেরমত নৃশংস ঘটনা ঘটাচ্ছে। তবে তাদের জীবন ক্ষণস্থায়ী। এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে মারামারি করে একে অন্যকে হত্যা করে।

তিনি আরো বলেন, ‘পার্বত্য এলাকার সব স্থানে সড়ক ব্যবস্থা নেই, অনেক স্থানে মোবাইল নেটওর্য়াক নেই, তাই সব খবর দ্রুত পাওয়া যায়না। ফলে পুলিশও দ্রুত ঘটনাস্থলে যেতে পারে না। তারপরও পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করে চলেছে।’

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুদ্দুছ ফরাজী, অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ স্থানীয় সাংবাদিকরা।

আরো পড়ুন: সাঙ্গুর তীরে ৪ লাশ

বাসু দাশ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়