ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫১৭ টি ছোট নদী ও খাল খনন করা হচ্ছে: জাহিদ ফারুক

মেহেরপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১০ মার্চ ২০২২   আপডেট: ১৮:৩৩, ১০ মার্চ ২০২২
৫১৭ টি ছোট নদী ও খাল খনন করা হচ্ছে: জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আমাদের বাংলাদেশে পানির সমস্যা দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তার পরেও ডেল্টা প্লানের মাধ্যমে ৬৪ জেলায় খাল খননের আওয়াতায় আনা হয়েছে।  ৫১৭ টি ছোট নদী ও খাল খনন করা হচ্ছে।’ 

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১২ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বতীয় পর্যায়ে ভৈরব নদ খননের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘নদী ও খাল খননের প্রথম পর্যায়ের কাজ ডিসেম্বরে শেষ হবে। দ্বিতীয় পর্যায়ে আরো ৩ হাজার  ছোট নদী ও খাল খনন করা হবে; যেটি বাস্তবায়ন হলে নদীর নব্যতা ফিরে আসবে। ’

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম প্রমুখ।

মহাসিন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়