ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আ.লীগের সম্মেলন, বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৯, ১২ মার্চ ২০২২   আপডেট: ০১:২৫, ১২ মার্চ ২০২২
আ.লীগের সম্মেলন, বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদারি রপ্তানি রন্ধ থাকবে। এতে প্রায় ৫ কোটি টাকার আমদানি-রপ্তানি ব্যাহত হবে বলে জানা গেছে।

আখাউড়া সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা এবং আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

দীর্ঘ ১০ বছর পর শনিবার (১২ মার্চ) আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাঠে নেমেছেন ৯ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করেছেন।

চিঠিতে বলা হয়, আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এবং আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। তাই শনিবার স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই দুই অ্যাসোসিয়েশন। 

চিঠিতে জানানো হয়, রোববার (১৩ মার্চ) তারা ক্ষতি পুষিয়ে নেবেন। তবে শনিবার আমদানি-রপ্তানি বাদ দিয়ে বন্দরের অন্য সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তাকজিল খলিফা কাজল সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন। সম্মেলন তার পক্ষে স্থলবন্দরের সব ব্যবসায়ী ও শ্রমিকরা অংশগ্রহণ করবেন। এজন্য বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ‘বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তবে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পার্সপোটধারীদের চলাচল স্বাভাবিক থাকবে।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে গত ১৫দিন ধরে শহরের গুরুত্বপূর্ন সড়কগুলোর উপর চলছে তোরণ নির্মাণের কাজ। ইতোমধ্যে ২০টি তোরণ নির্মিত হয়েছে। সম্মেলন পর্যন্ত তোরণের সংখ্যা আরো বাড়বে।

আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সম্মেলনে সভাপতি প্রার্থী আবুল কাশেম ভূইয়া বলেন, আমরা সুন্দর একটি সম্মেলন করতে কাজ করছি। সম্মেলন উপলক্ষে রাস্তার উপর তোরণ নির্মিত হচ্ছে। এতে কিছুটা যানজটও হচ্ছে। 

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, দীর্ঘ ১০ বছর পরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। এতে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।  সম্মেলন উপলক্ষে নেতা-কর্মীরা কিছু তোরণ নির্মাণ করেছে। এমন একটা অনুষ্ঠান হলেতো সামান্য ত্রুটি-বিচ্যুতি হবেই।

মাইনুদ্দীন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়