ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হাসপাতাল থেকে নবজাতক চুরি

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ১৬ মার্চ ২০২২  
হাসপাতাল থেকে নবজাতক চুরি

পাবনা জেনারেল হাসপাতাল থেকে এক মানসিক প্রতিবন্ধী নারীর নবজাতক চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত সোমবার (১৪ মার্চ) রাতে মানসিক প্রতিবন্ধী ওই নারী তিনটি শিশুর জন্ম দেয়। সন্তান জন্ম দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে একটি শিশু চুরি হয়ে যায়। বাকি দুই নবজাতককে দুই নিঃসন্তান দম্পতির কাছে দত্তক দেওয়া হয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স আফরোজা পারভিন বলেন, ‘অনেক দিন ধরে ওই প্রতিবন্ধী নারী অজ্ঞাত পরিচয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তার চিকিৎসাও দেওয়া হচ্ছিল। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তার তিনটি ছেলে সন্তান হয়েছে বলে শুনেছি।’

দু’টি ছেলে সন্তান দত্তক নেয়া দম্পতি জানান, তাদের কোনো সন্তান নেই। সেজন্য ওই প্রতিবন্ধী নারীর কাছ থেকে সন্তান দত্তক নিয়েছেন লালন পালন করার জন্য।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. ওমর ফারুক মীর বলেন, ‘হাসপাতালে লোকবল সংকট থাকায় কর্তৃপক্ষকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি জানার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়