ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রমজান উপলক্ষে চট্টগ্রাম বন্দরে দেড়লাখ টন ছোলা আমদানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৭ মার্চ ২০২২  
রমজান উপলক্ষে চট্টগ্রাম বন্দরে দেড়লাখ টন ছোলা আমদানি

রমজান আসলেই ছোলার চাহিদা বাড়ে। রমজানে এই খাদ্য পণ্যটির অতিরিক্ত চাহিদাকে সামনে রেখে এবার ছোলা আমাদানি বেড়েছে বিগত বছরের তুলনায় দ্বিগুন। গত তিন মাসে চট্টগ্রাম বন্দরে দেড়লাখ টন ছোলা আমদানি হয়েছে। এছাড়া চলতি অর্থ বছরে ছোলা আমদানির পরিমাণ ২ লাখ ২০ হাজার মেট্রিকটন। যা বিগত অর্থ বছরের চেয়ে ১ লাখ ১৪ হাজার টন বেশি। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) ছোলা আমদানি ও বন্দর থেকে খালাসের অনুমতি প্রদানকারী কৃষি বিভাগের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ছোলা আমদানি সম্পর্কে নাছির উদ্দিন জানান, এবার রমজানকে সামনে রেখে বিগত অর্থ বছরের চেয়ে দ্বিগুন ছোলা আমদানি হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে ছোলা আমদানি হয়েছে প্রায় ১ লাখ ৬ হাজার টন। চলতি ২০২১-২০২২ অর্থ বছরে ছোলা আমদানির পরিমান ২ লাখ ২০ হাজার টন। শুধুমাত্র রমজানকে সামনে রেখেই গত তিন মাসে দেড় লাখ টনের বেশি ছোলা আমদানি হয়েছে। 

তিনি আরো জানান, এখনো কয়েকটি চালান নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার অপেক্ষায় রয়েছে। এর ফলে এবারের রমজানে ছোলা সঙ্কট বা মূল্য বৃদ্ধির কোনো আশঙ্কা নেই। 

চট্টগ্রামের ছোলা ও বিভিন্ন ধরনের ডাল আমদানিকারক বিএসএম গ্রুপের কর্ণধার আবুল বশর চৌধুরী জানান, গত বছরের তুলনায় এই বছর ছোলা এবং বিভিন্ন ধরনের ডাল প্রায় দ্বিগুন আমদানি হয়েছে। বিএসএম গ্রুপের আমদানিকৃত ছোলা ইতিমধ্যে জাহাজ থেকে খালাস হয়ে গুদামে ও বাজারে চলে গেছে। বাজারে এই বছর ছোলার সঙ্কট ও মূল্য বৃদ্ধির কোন শঙ্কা নেই। 

দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জ। এই বাজার থেকেই ছোলা, ডালসহ অন্য পণ্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ হয়ে থাকে। 
বৃহস্পতিবার ছোলার পাইকারি বিক্রেতাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে, মান বেধে পাইকারিতে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭২ টাকায়। এর সঙ্গে গড়ে ১ টাকা করে পরিবহন খরচ যোগ হয়। খুচরা বাজারে ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা দরে।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়