ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেন শীতলক্ষ্যায় বারবার দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২১ মার্চ ২০২২   আপডেট: ১০:৪৮, ২১ মার্চ ২০২২
কেন শীতলক্ষ্যায় বারবার দুর্ঘটনা

কোনোভাবেই সুরক্ষিত হচ্ছে না শীতলক্ষ্যা নদীর নৌ চলাচল। একের পর এক দুর্ঘটনা ঘটছে। কোনো কোনো দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনাও ঘটছে। অনেকেই চালকদের বেপরোয়া, নদীর পাড়ে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানকে দায়ী করছেন এসব দুর্ঘটনার জন্য।

বিআইডাব্লিউটিএর তথ্য অনুযায়ী, গত এক বছরে শীতলক্ষ্যা নদীতে ৬টি ছোট বড় নৌ দুর্ঘটনায় প্রায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। 

এ বিষয়ে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ বলছেন, নদীতে দুর্ঘটনা কমাতে বিআইডাব্লিউটিএ ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কার্যকর পদক্ষেপ নেই বল্লেই চলে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্ন বলেন, নৌ দুর্ঘটনা রোধ করতে সরকারের এখনই নজর দেওয়া প্রয়োজন।

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃনাল কান্তি দাস ঘটনাস্থলে এসে জানিয়েছেন, কী কারণে কাদের অবহেলায় এমন দুর্ঘটনা বার বার ঘটছে, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, নদীতে দুর্ঘটনা রোধে নৌ পুলিশ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। নৌচালকদের নৌ ট্রাফিক আইন অমান্য করার বিষয়টি বিআইডাব্লিউটিএ নৌ ট্রাফিক বিভাগ তদারকি করে।  তাদের এদিকে আরও দায়িত্বশীল হতে হবে।  পাশাপাশি নৌচালকদের সচেতন হয়ে নৌযান চালাতে হবে।  নদী পথে নৌযান বেড়ে যাওয়া আরও একটি কারণ।

ফায়ার সার্ভিসের অপারেশন অ‌্যান্ড মেন্টেনেস পরিচালক লেফটেনেন্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, দুর্ঘটনার কয়েকটি কারণের মধ্যে অন্যতম, নদী পথে বড় নৌযানগুলো পিছন থেকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনা বেশি ঘটছে। এ কারণে নৌপথে ক্রসিং পয়েন্টগুলোতে নিয়ন্ত্রণহীনভাবে বড় নৌযান চলাচল এবং অদক্ষ চালক।  এ বিষয়গুলো দুর্ঘটনার তদন্তের পর সরকারকে লিখিতভাবে জানিয়েছি।

উল্লেখ্য, রোববার (২০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় এমভি আশরাফ উদ্দিন নামে মুন্সীগঞ্জগামী একটি লঞ্চ ডুবে যায়। চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন। কিন্তু পথে এমভি রূপসী-৯ নামে একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।

/রাকিব/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়