ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পিকআপ চাপায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ২২ মার্চ ২০২২  
পিকআপ চাপায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন 

মানিকগঞ্জ শিবালয় উপজেলার আব্দুল আলিম মেমোরিয়াল স্কুল প্রাঙ্গনে পিকআপ চাপায় শিক্ষিকা ফাতেমা আক্তারসহ এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেলা প্রশাসক জানান, আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে শিক্ষক ও শিক্ষার্থী নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকারকে প্রধান করে চার সদস্যদের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাতদিনের মধ্য প্রতিবেদন দিতে বলা হয়েছে। 
কমিটিতে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও পুলিশ সুপারের একজন সদস্য রয়েছে।

সোমবার (২১ মার্চ) সকালে শিক্ষার্থীরা খাবার বিরতির সময় মাঠে আসে। এ সময় চালক পিকআপটিকে স্কুল থেকে বের করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যান।  শিক্ষিকা ফাতেমাসহ আরও কয়েকজন আহত হন।  তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষিকা ফাতেমার মৃত্যু হয়।

আরো পড়ুন: স্কুলের মাঠেই পিকআপ পিষে দিলো শিক্ষক-শিক্ষার্থীদের, নিহত ২

‘ওর দুইডা বাচ্চা এতিম অইয়া গেলো, ওগো দেখবো ক্যারা’

চন্দন/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়