ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ২৭ মার্চ ২০২২  
সাতক্ষীরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭ মার্চ) সকালে উপজেলার আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলার আয়োজন করা হয়। এ সময় কয়েক হাজার মানুষ ঐতিহ্যবাহী এ খেলাটি  উপভোগ করে।

আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সানার সার্বিক পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে আরো  মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মোড়ল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরেন্দ্র দেবনাথ, আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, ব্যবসায়ী আব্দুল হাকিম সানা প্রমুখ। 

এর আগে একই স্থানে ষাটোর্ধ্ব ব্যক্তিদের নিয়ে দড়ি টানা, তেল লাগিয়ে কলা গাছে ওঠা এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়