ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অর্ধদিবস হরতালের প্রভাব পড়েনি বরিশালে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৮ মার্চ ২০২২  
অর্ধদিবস হরতালের প্রভাব পড়েনি বরিশালে

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে বরিশালে তেমন কোনো প্রভাব পড়েনি। বরং নগরীতে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ছোট বড় যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

এদিকে সোমবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে হরতালের সমর্থনে নগরীর কাকলীর মোড় এলাকায় বাসদের নেতাকর্মীরা অবস্থান নেন।  এ সময় তাদের হরতালের পক্ষে শ্লোগান দিতে শোনা যায়। এছাড়া জোটের অন্য দলগুলো নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে বিক্ষোভ করে। 

সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বরিশাল নৌ বন্দর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় অনেক লঞ্চ। এমনকি নগরীর অভ্যন্তরে সব যানবাহন স্বাভাবিক ভাবেই চলাচল করছে। 

বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা.মনীষা চক্রবর্তী বলেন, সাধারণ মানুষ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ডাকা হরতালের সমর্থন করলেও পুলিশ তা ভন্ডুল করার চেষ্টা করেছে। 
 

স্বপন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়