ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সেই আকিবের মাথার হাড় প্রতিস্থাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৪, ২৮ মার্চ ২০২২   আপডেট: ২১:০৩, ২৮ মার্চ ২০২২
সেই আকিবের মাথার হাড় প্রতিস্থাপন

সংগৃহীত ছবি

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদি আকিবের মাথার হাড় প্রতিস্থাপন করা হয়েছে। পাঁচ মাস আগে প্রতিপক্ষের হামলায় তার মাথার খুলি ভেঙে গিয়েছিল।

সোমবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার হাড় প্রতিস্থাপন করেন নিউরোসার্জারি বিভাগের বিশেষজ্ঞ দল।

চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রধান ফটকে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন মাহাদি আকিব। এতে তার মাথার খুলি ভেঙে যায়। পরে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ভেঙে যাওয়া মাথার খুলির হাড় আকিবের পেটের চামড়ার নিচে সংরক্ষণ করা হয়। এই সময় আকিব প্রায় ১৯ দিন আইসিইউতে ছিলেন। পরে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। চিকিৎসকদের দেওয়া নির্দিষ্ট সময়ে হাড় প্রতিস্থাপন করতে গতকাল আকিবকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫ মাস পর সোমবার তার মাথার হাড় প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।

রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়