ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টাঙ্গাইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ৭ এপ্রিল ২০২২  
টাঙ্গাইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

মেডিক্যাল ক্যাম্প, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে টাঙ্গাইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে থেকে একটি র‌্যালি বের হয়। পরে সেটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

পরে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইবনে সাঈদ, ডেপুটি সিভিল সার্জন ফারজানা তাহের মুনমুন, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান, উদ্যমশীল যুব সংস্থার নির্বাহী পরিচালক নুর আলম সিদ্দিক, নার্সিং এর শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কাওছার/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়