ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হিলিতে পেঁয়াজের কেজি ১২ টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১৩ এপ্রিল ২০২২   আপডেট: ১২:১৩, ১৩ এপ্রিল ২০২২
হিলিতে পেঁয়াজের কেজি ১২ টাকা

দিনাজপুরের হিলিতে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এখন প্রকারভেদে এখানকার পাইকারি বাজারে বস্তা প্রতি ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি দরে। এদিকে ভারতীয় পেঁয়াজের সঙ্গে  দেশি পেঁয়াজেরও দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে যে দেশি পেঁয়াজ কয়দিন আগে ২২ টাকা দরে বিক্রি হয়েছিল তা এখন বিক্রি হচ্ছে ১৮ টাকা দরে। তবে আসছে ঈদে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি পেঁয়াজ বাজার ঘুরে দেখা যায়, দুইদিনের ব্যবধানে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এই বাজার থেকে পেঁয়াজের বস্তা নিলে পাইকারিরা তা ১২ টাকা কেজিতে বিক্রে করছেন। এই পেঁয়াজ আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ টাকা দরে। তা খুচরা বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে। 
 
এদিকে বাজারে পেঁয়াজের পাশাপাশি আদা-রসুনেরও দামও কমে গেছে। আর এসব অতি দরকারি দ্রব্যমূল্যের দাম কম হওয়াতে স্বস্তি ফিরছে সব ধরনের ক্রেতাদের মনে।

হিলি বাজারে মসলা কিনতে আসা রাকিবুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘অতি প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নাগালের মধ্যে আছে। মসলার দাম অনেক কমে গেছে। পাশাপাশি পেঁয়াজের দাম আরও কম, তাই বাড়ির জন্য ১৪ টাকা কেজি দরে ৫ কেজি পেঁয়াজ নিলাম।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, ‘আদা-রসুন ও পেঁয়াজের দাম অনেক কম। ১৩ টাকা ভারতের পেঁয়াজ তা ১৫ থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি করছি। আর দেশি পেঁয়াজ ১৮ টাকা দিয়ে কিনে ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি করছি।’

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, ‘গত ২৯ মার্চের নতুন পারমিটের পেঁয়াজ ১২ দিন আমদানি বন্ধ ছিলো। ১২ দিন বন্ধের পর পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার কারণে আগের চেয়ে দাম অনেকটাই কমে যাচ্ছে। আশা করছি ঈদে পেঁয়াজের দাম বাড়বে না।’

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়