ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রধানমন্ত্রীর তহবিলে থ্রি-পিস ও শাড়ি পাঠালো হিলি কাস্টমস 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৭ এপ্রিল ২০২২  
প্রধানমন্ত্রীর তহবিলে থ্রি-পিস ও শাড়ি পাঠালো হিলি কাস্টমস 

সীমান্ত এলাকায় বিভিন্ন সময় জব্দকৃত ২৩ হাজার ৩৯৪ পিস শাড়ি, থ্রি-পিস ও চাদর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠিয়েছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে দুটি কার্ভাড ভ্যানে করে এসব মালামাল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠান হিলি কাস্টমসের উপ-কমিশনার কামরুল ইসলাম।

কামরুল ইসলাম বলেন, ‘হিলি সীমান্তে অবৈধভাবে ভারত থেকে পাচারের সময় বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থা শাড়ি, থ্রি- পিস ও চাদর হিলি কাস্টমসের জমা করে। কাস্টমসে গুদামে দীর্ঘদিন ধরে এসব পণ্য পড়ে ছিলো। তাই সব প্রক্রিয়া শেষে আজকে এসব পণ্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রেরণকৃত মালামালের মধ্যে শাড়ি রয়েছে ১৫ হাজার ২৪৬টি, চাদর রয়েছে ৭ হাজার ৩২১টি এবং থ্রি-পিস রয়েছে ৮২৭টি।’

মোসলেম/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়