ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শেরপুরে ঝড় ও শীলাবৃষ্টিতে কয়েক শ একর জমির ফসল নষ্ট

শেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ এপ্রিল ২০২২   আপডেট: ১৪:৫৯, ১৯ এপ্রিল ২০২২
শেরপুরে ঝড় ও শীলাবৃষ্টিতে কয়েক শ একর জমির ফসল নষ্ট

শিলবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ একটি ক্ষেত

শেরপুর জেলার সদর উপজেলা এবং ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এ সময় হওয়া শিলা বৃষ্টিতে কয়েক শ একর জমির ধান, গাছপালা, ঘর-বাড়ি এবং পোলট্রি খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে ওইসব এলাকার কৃষকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৫টার দিকে শেরপুর সদর উপজেলার কিছু অংশ এবং ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার লংগরপাড়া, কুরুয়া, কুড়িকাহনীয়া, রহমতপুর, জগৎপুরসহ বিভিন্ন গ্রামের উপর দিয়ে কলবৈশাখী ঝড় বয়ে যায়। 

জানা গেছে, ঝড় এবং শিলাবৃষ্টিতে অধিকাংশ জমির পাকা ও আধ পাকা ধান ক্ষতিগ্রস্থ হয়। বিভিন্ন পোল্ট্রি খামারের চাল ছিদ্র হয়ে শত শত মুরগি মারা গেছে। এছাড়া ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ভোর থেকেই শহর ও বিভিন্ন গ্রামের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জেলা কৃষি বিভাগের উপ পরিচালক মুহিত কুমার দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝড়ের কারণে উপজেলার কিছু অংশসহ অন্য দুই উপজেলার প্রায় কয়েক শ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্থ হয়ে থাকতে পারে। তারপরও ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ নিরুপনে কৃষি কর্মকর্তারা মাঠে আছেন।

তারিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়