ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ৫ ভারতীয়

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২০ এপ্রিল ২০২২  
কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ৫ ভারতীয়

হিলি চেকপোস্টে ভারতের ইমিগ্রেশন ওসির হাতে তাদের দেশের ৫ নাগরিককে হস্তান্তর করা হয়

বাংলাদেশে ২ থেকে ৭ বছর কারাভোগের পর দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেলেন দেশটির ৫ নাগরিক। অবৈধ অনুপ্রবেশের দায়ে এসব নাগরিকরা নওগাঁ ও দিনাজপুরে সীমান্ত রক্ষিবাহিনী বিজিবির হাতে আটক হয়েছিলেন।

বুধবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে হিলি চেকপোস্টে ভারতের ইমিগ্রেশন ওসির হাতে এসব নাগরিকদের হস্তান্তর করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

হস্তান্তর করা ভারতীয় নাগরিকরা হলেন, বর্ধমান জেলার ভাতা থানার গর্ধমানমারী গ্রামের নরেন হাসদার ছেলে সামিউল হাসদা, একই এলাকার মন্টু মর্মুর স্ত্রী শান্তনা মর্মু, মুর্শিদাবাদের সাগরদিঘির চোরগাছি গ্রামের একরাম মার্ডির ছেলে রুবেল মার্ডি, দক্ষিণ  দিনাজপুরের ভারত হিলির উস্টেটের হোপনার ছেলে লিপলাল ও  আসামের ডবুরি থানার কোকরাডাঙ্গা গ্রামের শহিদুর রহমানের ছেলে নুর আমিন শেখ।

খায়রুল বাশার শামীম জানান, নওগাঁয় অবৈধ অনুপ্রবেশর দায়ে বিজিবির হাতে তিনজন আটক হয়। পরে আটককৃতরা ২ বছর ২ মাস সাজাভোগ করেন। এছাড়া একই অপরাধে দিনাজপুর সীমান্তে দুই জন বিজিবির হাতে আটক হয়। আসামিরা দিনাজপুর কারাগারে প্রায় ৭ বছর সাজাভোগ করেছেন।

মোসলেম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়