ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেনাপোল সীমান্তে সোনার বারসহ আটক ১ 

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ২০ এপ্রিল ২০২২  
বেনাপোল সীমান্তে সোনার বারসহ আটক ১ 

যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী দিয়ে ভারতে পাচারের সময় ১৫টি সোনার বারসহ মনিরুল ইসলাম (৩৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।

বুধবার (২০ এপ্রিল) ভোরের দিকে তাকে আটক করা হয়। 

আটককৃত মনিরুল পুটখালীর উত্তর পাড়ার নূর মোহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, সোনার একটি বড় চালান পাচার হচ্ছে এমন খবরের ভিত্তিতে বেনাপোলের পুটখালী সীমান্তের ইছামতি নদীর তীরে অভিযান চালায় বিজিবি। এ সময় সেখান থেকে ১৫টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত সোনার ওজন ১ কেজি ৭৪৯ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল চোরচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান জানান, আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

রিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়