ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ২১ এপ্রিল ২০২২  
প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘কৃষক নন কিংবা চাষের জমি নেই এমন কেউ যেন প্রণোদনার তালিকায় অন্তর্ভুক্ত না হন। আর এ বিষয়টি সংশ্লিষ্টদের নিশ্চিত করতে হবে।’ 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ‘কৃষক প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি করলে দেশে খাদ্য ঘাটতি থাকবে না। ফলে বিদেশ থেকে চাল আমদানি করতে হবেনা সরকারকে। আর চাল আমদানি বন্ধ হলে কৃষক তার উৎপাদিত ধানের নায্যমূল্য পাবেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ নীতির ভিত্তিতেই সরকার সবসময় কৃষকের পাশে থাকবে।’

সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল   আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

সাজু/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়