ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৫

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ২৫ এপ্রিল ২০২২  
৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আট কোটি টাকা মূল্যে সাপের বিষসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃতদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক প্রসুন কান্তি দাস।

রোববার (২৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার টিউকান্দা চৌরাস্তায় জালাল এন্ড সন্স নামক দোকান থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর অভিযানিক দল।

এ বিষয়ে র‌্যাব-১৪'র সহকারী পুলিশ সুপার মাসুরা আক্তার বলেন, র‌্যাব ১৪ ওয়ারেন্ট অফিসার মো. ছানোয়ার ও এসআই আব্দুর রশিদ খানসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তায় জালাল এন্ড সন্স নামক দোকানে কতিপয় ব্যক্তি অবৈধভাবে কোবরা সাপের বিষ ক্রয়-বিক্রয় করছেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে কথিত ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করা। যার মূল্য ৮ কোটি ১৪ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, তারাকান্দা উপজেলার মৃত আব্দুল কাদের ভূইয়ার ছেলে খোরশেদ আলম ভূইয়া (৪৫), মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল গফুর (৬১), আহাম্মদ আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৫০), রফিক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১৯) ও আব্দুল রশিদের ছেলে রউফ মিয়া (৩৫)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, সাপের বিষসহ জনকে গ্রেপ্তারের পর র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. ছানেয়ার বাদী হয়ে থানায় মামলা করেন। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়। 
 

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়