ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নরসিংদীতে আসামির হামলায় দুই পুলিশ সদস্য আহত

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫০, ২৬ এপ্রিল ২০২২  
নরসিংদীতে আসামির হামলায় দুই পুলিশ সদস্য আহত

নরসিংদীতে আসামি ধরতে গেলে পুলিশের উপর হামলা চালিয়েছে আসামি ও তার লোকজন। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে আরিফ রাব্বানি (৩২) নামে রায়পুরা থানার এক উপ-পরিদর্শক ও কনস্টেবল আলামিন (৪০) গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকালে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামে এই ঘটনা ঘটে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, জাহাঙ্গীর নগর গ্রামের বাচ্চু মেম্বারের ছোট ভাই ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়াকে গ্রেপ্তারের জন্য থানা পুলিশ তার বাড়িতে যায়। এসময় পুলিশ স্বপন মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসতে চাইলে আসামি স্বপন ও তার লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

এসময় ধারালো অস্ত্রের আঘাতে থানার উপ-পরিদর্শক আরিফ রাব্বানি ও কনস্টেবল আলামিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

স্বপনের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। আসামি স্বপন মিয়াসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মাহমুদ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়