ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লক্ষ্মীপুরে জমিসহ ঘর পেলেন ৩৫০ পরিবার

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৭ এপ্রিল ২০২২  
লক্ষ্মীপুরে জমিসহ ঘর পেলেন ৩৫০ পরিবার

মুজিববর্ষ এবং ঈদ উপহার হিসেবে লক্ষ্মীপুরের ৩৫০ ভূমিহীন ও গৃহহীন দুস্থ পরিবারকে জমিসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশের উপকারভোগীদের চাবি হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পর্যায়ে ৬৭ পরিবারের মধ্যে আনুষ্ঠানিক ভাবে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন।

এ সময় অন্যদের মধ্যে সেখানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্যা বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার দেবেশ কুমার সিংহ প্রমুখ।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণি) পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হয়। তৃতীয় পর্যায়ে লক্ষ্মীপুর ৫টি উপজেলার ৩৫০টি পরিবারের মাঝে ঘর প্রদান করা হয়।  এর মধ্যে সদর ৬৭টি, রায়পুর ৮২টি, রামগঞ্জ ৮৪টি, রামগতি ৯৩টি, কমলনগর ৬৪টি গৃহহীনদের ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে স্ব স্ব উপজেলায় আনুষ্ঠানিকভাবে।

জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ জানান, লক্ষ্মীপুর জেলায় ১ হাজার ৪৪২ পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। বাকি ঘরের নির্মাণকাজ অব্যাহত রয়েছে। সেগুলোর কাজও শেষ পর্যায়ে।

জাহাঙ্গীর লিটন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়