ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাইয়ের সঙ্গে ঝগড়া, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১ মে ২০২২   আপডেট: ০৯:১৯, ১ মে ২০২২
ভাইয়ের সঙ্গে ঝগড়া, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আ.লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে ভাইয়ের সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আওয়ামী লীগ নেতা ড. সামিউল আলম লিটন (৫১) মারা গেছেন।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ড. সামিউল আলম লিটন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি। তিনি গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারোয়ামারি গ্রামের ডা. সোলাইমানের ছেলে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আক্তারুজ্জামান বলেন, ‘বাড়িতে হার্ট অ্যাটাক করার পর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সামিউল আলম লিটন মারা যান। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।’

গৌরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম বলেন, ‘সামিউল আলম লিটন তার ভাইয়ের সঙ্গে ঝগড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

মিলন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়