ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পদ্মায় এবার বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২ মে ২০২২   আপডেট: ১৬:০৭, ২ মে ২০২২
পদ্মায় এবার বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা

ফাইল ফটো

মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাঝিকান্দি যাওয়ার সময় পদ্মা নদীতে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ‘ফরিদপুর’ নামে একটি ফেরির ধাক্কা লেগেছে। এতে ওই ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ ভেঙে গেছে।

রোববার (১ মে) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। তখন ফেরিতে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।

যাত্রীরা জানান, ফেরিটি ঘাট ত্যাগ করার কিছুক্ষণ পরেই নদীর মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তখন খুব বৃষ্টি হচ্ছিল।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ বলেন, ‘ফেরিটি ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তবে এটি নিরাপদে মাঝিকান্দি ঘাটে পৌঁছায়।’

ফেরিটির কোনো ক্ষতি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা আমাদের মেরিন কর্মকর্তারা বলতে পারবেন।’

মাওয়া নদী বন্দরের মেরিন কর্মকর্তা আহমেদ আলীর সঙ্গে এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত বছর পদ্মা সেতুর পিলারে কয়েকটি ফেরি একাধিকবার ধাক্কা দেয়। তবে এতে পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি।

বেলাল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়