ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লঞ্চঘাটে ঢাকামুখী মানুষের ঢল

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ৪ মে ২০২২   আপডেট: ২০:২২, ৪ মে ২০২২
লঞ্চঘাটে ঢাকামুখী মানুষের ঢল

ছবি: রাইজিংবিডি

ঈদের ছুটি শেষ না হলেও কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ছে ভোলার লঞ্চঘাটগুলোতে। ঈদের দ্বিতীয় দিন বুধবার (৪ মে) বিকেল থেকে ঘাটগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে যাত্রীদের চাপ অন্য সময়ের তুলনায় কিছুটা কম হলেও ভিড় বাড়ছেই।

ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার ঘাটে বিকেল সাড়ে ৫টায় ভিড়ে ফারহান, কর্ণফুলী ও তাফসির নামের তিনটি লঞ্চ। ওইসব লঞ্চে দেখা গেছে যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে।

পরিবার-পরিজনের সাথে ঈদ কাটিয়ে ফের কর্মস্থলে যাত্রা শুরু করেছেন যাত্রীরা। তবে লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে যেতে দেখা গেছে।

লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের বাসিন্দা মো. সালাউদ্দিন। ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। ঈদের দুই দিন আগে পরিবারের সাথে ঈদ করতে এলেও আবার ফিরে যাচ্ছেন কর্মস্থলে।

সালাউদ্দিন জানান, তিন দিন পর গার্মেন্টস খুললেও যাত্রীদের চাপ বাড়বে; তাই আগে থেকেই নিরাপদে কর্মস্থলে যাচ্ছি। 

শুধু সালাউদ্দিন নয়, তার মত অনেকেই ফিরছেন। ঘাটে কর্মস্থলে ফেরা যাত্রীদের ঢল নেমেছে।

আরেক যাত্রী নাহিদুল জাহিদ জানান, কর্মস্থলে আগে চলে যাচ্ছি। কাল থেকে চাপ বেড়ে যাবে। তাই আজকে চলে যাচ্ছি।

এসময় যাত্রীদের নিরাপত্তায় লঞ্চঘাটগুলোতে পুলিশ ও আনসার বাহিনী দেখা গেছে।

মনজুর/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়