ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নোয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৬ মে ২০২২   আপডেট: ২০:০৩, ৬ মে ২০২২
নোয়াখালীতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ও বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩) এবং উপজেলা কেশারপাড় ইউনিয়নের বায়তুল্লাহ বীরকোট গ্রামের ইউসুফের মেয়ে মাহী (১)।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে মোস্তফার দুই যমজ ছেলে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পরেও শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে একই উপজেলার বীরকোট গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে রান্না ঘরের পানির বালতিতে উপর হয়ে পড়ে যায়। দীর্ঘক্ষণ পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়